ফাল্গুনি পুরকায়স্থ - Latest News on ফাল্গুনি পুরকায়স্থ| Breaking News in Bengali on 24ghanta.com
ক্রাইস্ট চার্চ স্কুল খোলার দাবিতে সভাতেও চলল গোলমাল

ক্রাইস্ট চার্চ স্কুল খোলার দাবিতে সভাতেও চলল গোলমাল

Last Updated: Saturday, September 14, 2013, 22:52

ক্রাইস্ট চার্চ স্কুল খোলার দাবিতে সভাতেও গণ্ডগোল। মাইক কেড়ে নামিয়ে দেওয়া হল স্থানীয় কাউন্সিলর ফাল্গুনী পুরকায়স্থকে। নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিত গুপ্ত। স্কুল ভাঙচুরে যুক্ত বহিরাগতদের কয়েকজনই এ দিনের সভায় গোলমাল পাকিয়েছে বলে অভিযোগ স্কুলের ছাত্রী ও অভিভাবকদের।