Last Updated: Monday, January 21, 2013, 18:15
গোটা ছবিতে নির্বাক উপস্থিতিই এনে দিল স্বীকৃতি। তাই পুরস্কার প্রাপ্তির পর ধন্যবাদ জ্ঞাপনও ছিল নির্বাক। আটান্নতম ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে এটাই ছিল সেরা মুহূর্ত। বরফির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর কপুর। মঞ্চে উঠে সঞ্চালকের বাড়িয়ে দেওয়া মাইক নামিয়ে রাখলেন। পুরস্কার নিলেন রণবীর, কিন্তু নি:শব্দ অনুভূতি ব্যক্ত করলেন বরফি।