Last Updated: Saturday, July 7, 2012, 23:15
নন্দরাম মার্কেটের স্মৃতি উসকে দিয়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে। শনিবার রাত নটা নাগাদ যমুনালাল বাজাজ স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। প্রথমে দোতলার কাপড়ের গুদামে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যে গোটা বহুতলই আগুনের গ্রাসে চলে যায়। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।