Last Updated: Friday, November 2, 2012, 19:15
পুজো চলে যেতেই শিরশিরে ভাব। হেমন্তের আমেজ গায়ে মাখলেও শীতবুড়োর আগমনী বার্তায় কাবু হয়ে পড়ছে প্রায় সকলেই। শীতের মোকবিলা করতে গেলেই স্টাইল উধাও। কীভাবে ফ্যাশনে থেকেও শিরশিরানিকে বশ করা যায় সেই উপায়ই বাতলে দিলেন ডিজাইনার সায়ন্তন সরকার।