Last Updated: Sunday, October 7, 2012, 14:31
শুধুমাত্র একটা অভিযোগ। যার আঁচ ইতিমধ্যেই তাতাতে শুরু করেছে জাতীয় রাজনীতিকে। রবার্ট বঢড়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় কেজরিওয়ালকে এবার একহাত নিলেন রাষ্ট্রীয় জনতা দল ইউনাইটেড নেতা লালু প্রসাদ যাদব। "শুধুমাত্র গান্ধী টুপি পড়লেই কেউ রাজনীতিবিদ হয় না"।