বর্ণবিদ্বেষমূলক আচরণ - Latest News on বর্ণবিদ্বেষমূলক আচরণ| Breaking News in Bengali on 24ghanta.com
ইয়াকুবুর অভিযোগে মোহনবাগানকে `অক্সিজেন` মুম্বই এফসি`র

ইয়াকুবুর অভিযোগে মোহনবাগানকে `অক্সিজেন` মুম্বই এফসি`র

Last Updated: Thursday, April 11, 2013, 20:46

মোহনবাগান সঙ্গে ম্যাচের পর সবুজ মেরুন সমর্থকদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন মুম্বই এফসির ইউসুফ ইয়াকুবু। ইয়াকুবুর অভিযোগে অবাক বাগান কর্তারা। যেহেতু হোম ম্যাচ, তাই আয়োজনের দায়িত্ব মোহনবাগানেরই। সেখানে বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ ওঠায় প্রাথমিকভাবে চাপে পড়ে যান বাগান কর্তারা। তবে স্বস্তি ফেরে মুম্বই এফসির ম্যানেজার হেনরি পিকার্ডোর মন্তব্যে। ম্যাচের আয়োজন নিয়ে মুম্বই এফসির ম্যানেজার ভূয়সী প্রশংসা করেছেন মোহনবাগানের।