Last Updated: Saturday, January 11, 2014, 15:49
বহরমপুরের আবাসনে খুনের ঘটনায় এক জ্যোতিষীকে আটক করল পুলিস। ওই জ্যোতিষীর নাম নিত্যানন্দ দাস। গত ৬ জানুয়ারি বহরমপুরের ওই আবাসনে খুন হন একই পরিবারের তিন মহিলা। ওই ঘটনায় শিলিগুড়ি থেকে এক জ্যোতিষীকে সস্ত্রীক আটক করা হয়েছে। জ্যোতিষী নিত্যানন্দ দাসের সঙ্গে ওই পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে পুলিসের ধারণা।