Last Updated: Monday, October 28, 2013, 08:34
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরপর নদী বাঁধ ভাঙনেই সামনে এলো জেলার তৃণমূলের অন্দরের ভাঙন। শিশির অধিকারীর বক্তব্য, মমতা ব্যানার্জিকে অপদস্ত করতেই বাঁধ ভাঙল তিনবার। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের অভিযোগ, এলাকায় কাজের মানুষকে নিজেদের স্বার্থে বদনাম করছে দলেরই কেউ কেউ।