Last Updated: Saturday, October 1, 2011, 23:05
বাগদাদের দক্ষিণে একটি মসজিদে গাড়ি বোমা ফেটে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে তখন একটি অন্ত্যেষ্টি চলছিল। এই ঘটনায় গুরুতর প্রশ্নের মুখে ইরাকের নিরাপত্তা ব্যবস্থা,যার দায়িত্ব আর কয়েকদিনের মধ্যেই ইরাকিদের কাঁধেই বর্তাবে। বাগদাদের ষাট কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিলা শহরের একটি মসজিদের পার্কিং লটে রাখা ছিল গাড়িটি। বিস্ফোরণের অভিঘাতে ওই মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।