Last Updated: Friday, December 27, 2013, 10:20
কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচারের শিকার। তার উপরে স্বামীর অবৈধ সম্পর্কের যন্ত্রণা। উত্তর কলকাতার গোয়াবাগানের অর্পিতা মান্না শেষ হয়ে গেলেন অকালমৃত্যুতে। তাঁর পরিবারের অভিযোগ, স্বামী দেবাশিস মান্নাই খুন করেছেন অর্পিতাকে। অর্পিতার মৃত্যুর খবর জানাজানি হতেই গত কাল রাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার লোকজন। দেবাশিস পলাতক। তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিস।