Last Updated: Thursday, April 17, 2014, 11:14
ব্যর্থতার মরসুমের শেষ এল ক্লাসিকোতেও হারতে হল লিওনেল মেসির বার্সেলোনাকে। বুধবার কিংস কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে দিল বার্সেলোনাকে। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে গ্যারেথ বেলের দুরন্ত গোলে হারতে হল মেসিদের। এই ম্যাচ হারার পর আর্জেন্টিয় কোচ জেরার্ডো মার্টিনোর চাকরি হারানো কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াল।