Last Updated: Friday, August 9, 2013, 09:22
সুপ্রিম কোর্টের নির্দেশ। তবু ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর ব্যাপারে এখনও কোনও উদ্যোগ নেই রাজ্যের। ময়দানের সবুজ ধ্বংস করে 1950 সালে যে বাসস্ট্যান্ড তৈরি হয়েছিল, তার বিকল্প জায়গা বাছাই বা সেখানে আনুষঙ্গিক পরিকাঠামো কবে তৈরি হবে। উঠছে প্রশ্ন।