Last Updated: Tuesday, July 9, 2013, 09:17
এবারের পঞ্চায়েত ভোটে নতুনত্বের ঘনঘটা। ঘোর বর্ষায় পঞ্চায়েত ভোট এই প্রথম। দক্ষিণবঙ্গে ভোটের বাহন নৌকা, স্পিড বোট। উত্তরবঙ্গে ভরসা হাতি। ডুয়ার্সের নদী, নালা পেরিয়ে হাতির পিঠেই ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন ভোটকর্মীরা।