Last Updated: Tuesday, September 27, 2011, 18:17
দু`মাস আগেকার বিধানসভা ভোটের জোট-সমীকরণ ভেঙে ছারখার! আসন্ন পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন ঘিরে তামিল মুলুকের যুযুধান রাজনৈতিক
শিবিরগুলিতে এখন শুধুই `একলা চলো` স্লোগান। সাত বছরের জোটসঙ্গী কংগ্রেসকে ত্যাগ করে একক শক্তিতে স্থানীয় নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো
মুথুভেল করুণানিধি। অন্য দিকে মুখ্যমন্ত্রী জয়ললিতার আচরণে ক্ষুব্ধ হয়ে একতরফা ভাবে স্থানীয় স্বায়ত্ব সংস্থাগুলির ভোটে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন
ডিএমডিকে সভাপতি বিজয়কান্ত।