Last Updated: Monday, February 18, 2013, 18:23
ধোনির রাজ্যের বিরুদ্ধে জয়ের পরও বাংলার ব্যাটিং নিয়ে আতঙ্ক থেকে গেল। কয়েক মরসুম ধরেই বাংলার ব্যাটিং যে ক্রনিক রোগটা শুরু হয়েছে তা থেকেই গেল। ঝাড়খণ্ডের তোলা মাত্র ১৬১ রানের অল্প রান তাড়া করতে নেমে, বাংলা হারিয়ে ফেলল সাত উইকেট! তবে রঞ্জি ট্রফির একদিনের প্রতিযোগিতা মানে বিজয় হাজারে ট্রফির পূর্বাঞ্চলীয় গ্রুপে পরপর দুটি ম্যাচে জয় পেল বাংলা। এই গ্রুপে সবচেয়ে শক্ত দুটি দল-- ওড়িশা, ঝাড়খণ্ডের কাছে জয়ের পর পরবর্তী রাউন্ডে ওঠার ছাড়পত্র জোগাড় করার অনেক কাছে পৌঁছে গেল বাংলা।