Last Updated: Monday, March 25, 2013, 13:53
মহাত্মা গান্ধী রোডে চলন্ত বাসে বিদেশিনীর শ্লীলতাহানির ঘটনায় ফের
প্রশ্নের মুখে মহানগরের নিরাপত্তা। নিগ্রহের শিকার পড়াশুনার সূত্রে
দক্ষিণ কোরিয়া থেকে শহরে আসা বছর তেইশের এক তরুণী। ঘটনাস্থল থেকেই গ্রেফতার
হয়েছে অভিযুক্ত সুজিত মণ্ডল। ধৃতকে আটদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে
আদালত।