Last Updated: Monday, January 21, 2013, 19:34
রাজ্যে তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। নলহাটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি। ইংরেজবাজারে প্রার্থী সিপিআইএমের কৌশিক মিশ্র। রেজিনগরে আরএসপির সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রার্থী করছে বামফ্রন্ট।