Last Updated: Friday, February 22, 2013, 14:50
বাওয়ালি আনলিমিটের পর এবার অভিশপ্ত নাইটি ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে দেবকে। যদিও দেবের উপস্থিতি নিয়ে এখনই মুখ খুলতে চাননি পরিচালক বিরসা। শুরু থেকেই তিনি বলে আসছিলেন একজন সুপারস্টারের ক্যামেও রয়েছে ছবিতে। ঘনিষ্ঠ সূত্রে খবর, দেবই করছেন ক্যামিও।