বিলাওয়াল ভুট্টো - Latest News on বিলাওয়াল ভুট্টো| Breaking News in Bengali on 24ghanta.com
হাই-প্রোফাইল লভ-স্টোরিতে বিব্রত পাক সরকার

হাই-প্রোফাইল লভ-স্টোরিতে বিব্রত পাক সরকার

Last Updated: Thursday, September 27, 2012, 12:24

প্রণয়ের বন্ধনে জড়িয়ে পড়েছেন পাক বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খার ও পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পুত্র বিলাওয়াল ভুট্টো। এমনটাই দাবি করেছে বাংলাদেশের একটি ট্যাবলয়েড। ট্যাবলয়েডটি আরও দাবি, এই সম্পর্ক নিয়ে রীতিমত সিরিয়াস রাব্বানি ও বিলওয়াল। বিয়ের পর নব দম্পতি সুইজারল্যান্ডে ঘর বাঁধতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছে ট্যাবলয়েডটি। যদিও পাক প্রশাসন সূত্রের এই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে।