Last Updated: Sunday, March 17, 2013, 17:15
রাজধানী দিল্লির রামলীলা ময়দানে বিশাল জনতাকে উদ্দেশ্য করে বিহারের জন্য `বিশেষ মর্যাদা` চাইলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেশের উন্নয়নে বিহারের আম জনতার যোগদানের কথা মনে করিয়ে দিয়ে নীতিশ কুমার বলেন, "আমরা কোনও বিশেষ মর্যাদার দাবি করছি না, এটা আমাদের অধিকার।" তিনি প্রশ্ন করেন,"আমদের কী অগ্রগতির অধিকার নেই?"