Last Updated: Saturday, April 13, 2013, 10:17
প্রধানমন্ত্রী পদে মোদী বিরোধিতা বজায় রেখেই বিজেপির হাত না ছাড়ার ইঙ্গিত
দিল জেডি(ইউ)। দলের জাতীয় বৈঠকের প্রথম দিনের শেষে সাধারণ সম্পাদক কে এস
ত্যাগী এদিন বলেন, "মোদী প্রশ্নে আগের সিদ্ধানেই অনড় থাকবে তাঁর দল।" মোদীর
ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ত্যাগী এদিন বলেন, "মোদী গুজরাটে দাঙ্গা
সামলাতে ব্যর্থ।" তিনি এও জানান প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই বিহারের
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।