Last Updated: Monday, April 16, 2012, 23:49
নিরাপত্তাহীনতায় ভুগছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তাঁর পরিবারেরও আশঙ্কার মধ্যে দিন কাটছে। সোমবার কলকাতায় বুদ্ধিজীবীদের ডাকা প্রতিবাদ সভায় নিজের এই আশঙ্কার কথাই তুলে ধরেন অম্বিকেশ মহাপাত্র। অধ্যাপক গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় আজ দুটি সভায় সরকারের বিরুদ্ধে সরব হন বিশিষ্টজনেরা।