Last Updated: Saturday, June 1, 2013, 14:15
কম্পিউটারে বসে মাউসের ক্লিক। আর আপনার হাতের মুঠোয় বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান। তবে কোনও সংস্থায় ইন্টারনেটের সাহায্যে বিনিয়োগ কি আদৌ নিরাপদ? ২৪ ঘণ্টার গোপন ক্যামেরায় উঠে আসা প্রতিবেদন বলছে অন্য কথা। কসমিক ই সার্ভিস নামে একটি সংস্থার অবৈধ কারসাজির কথা ফাঁস করে দিয়েছেন সংস্থারই এক কর্মী।