Last Updated: Saturday, March 30, 2013, 12:26
মুলায়মের দলকে আক্রমণের জেরে কুর্শি হারাবার পথে কেন্দ্রীয় মন্ত্রী বেণী প্রসাদ বর্মা। শনিবার সমাজবাদী পার্টি সূত্রে দাবি সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই বেণী প্রসাদ বর্মাকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস মিলেছে কংগ্রেসের পক্ষ থেকে।