Last Updated: Saturday, July 6, 2013, 20:56
উত্তরাখণ্ডের পর এ বার অসম। অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। শনিবার ধেমাজি ও নাগায়ন জেলার ৩৮টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। রাজ্যের ১০টি জেলার ৩০০টি গ্রাম বন্যার কবলে। প্রভাবিত হয়েছেন ৯০ হাজার মানুষ।