Last Updated: Tuesday, August 6, 2013, 18:43
অবশেষে ব্রিটিশ ভিসা পেলেন সলমন খান। এক সপ্তাহের মধ্যেই লন্ডন রওনা হবেন তিনি। এর আগে একবার ব্রিটিশ ভিসা বাতিল হয়েছে সলমনের। মনে করা হচ্ছে বেপরোয়া গাড়ি চালিয়ে ঘুমন্ত ফুটপাথবাসীকে পিষে মারার ঘটনায় জেল হতে পারে তাই স্টাইলিশ খানের ভিসাতে আপত্তি করেছিল গ্রেট ব্রিটেন।