Last Updated: Friday, March 22, 2013, 19:46
ঘুরপথে বাস ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এবিষয়ে ব্লু লাইন নামে নতুন একটি পরিষেবা আনারও প্রস্তাব উঠেছে। নতুন এই ব্লু লাইন বাসের ন্যূনতম ভাড়া সাত টাকা। পাঁচটি রুটে ১২৫টি বাস নামানো হবে শিগগিরই।