Last Updated: Tuesday, June 17, 2014, 11:20
জঙ্গি শ্রমিক আন্দোলনের জেরে ভদ্রেশ্বরে খুন হলেন চটকলের কর্তা। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরেই রাজনৈতিক ফয়দা তুলতে ব্যস্ত রাজ্যের শাসক থেকে বিরোধী সব শিবির। ঘটনার ভয়াবহতার থেকেও বড় হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির একে অন্যের উপর দায় চাপানোর তরজা।