Last Updated: Thursday, June 14, 2012, 12:36
২৬/১১ সন্ত্রাসের দুই নেপথ্যচক্রী ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাউর হুসেন রানার ভারতীয় আদালতে বিচার চাইল মনমোহন সরকার। মার্কিন মুলুকে আটক লস্কর-ই-তৈবার দুই সদস্যেকে ভারতীয় বিচারবিভাগের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে কূটনৈতিক স্তরে তত্পরতাও শুরু করেছে কেন্দ্রীয় সরকার।