Last Updated: Wednesday, October 16, 2013, 22:31
আর কেঁপে ওঠেনি মাটি। কিন্তু, অভিজ্ঞতা বলছে আবারও যেকোনও সময় দুলে উঠতে পারে পায়ের তলার মাটি। তাই ফিলিপিন্সের সেবু, বোহল, মানদেয়ুর মতো শহরের বাসিন্দারা এখন রাত কাটাচ্ছেন রাস্তায়। ভূমিকম্প বিধ্বস্ত ফিলিপিন্সে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রিখটার স্কেল বলছে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই। আর তাতেই হুড়মুড় করে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি।