Last Updated: Saturday, April 7, 2012, 08:21
কেরলের কোঝিকোড়ে সিপিআইএমের বিশতম পার্টি কংগ্রেসে আজ দলের মতাদর্শগত খসড়া দলিল নিয়ে আলোচনা হয়। গতকালই পার্টি কংগ্রেসে পেশ হয়েছে এই দলিল। দলিলে একুশ শতকের সমাজতন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে। পাশাপাশি, ভারতীয় সমাজব্যবস্থার কথা মাথায় রেখে শ্রেণিভিত্তিক আন্দোলনের পাশাপাশি, জাতি বৈষম্য বিরোধী আন্দোলনের কথাও দলিলে বলা হয়েছে।