Last Updated: Tuesday, February 26, 2013, 13:05
মহিলাদের নিরাপত্তা বিষয়টিতে প্রাধান্য দিয়ে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন শুরু করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন খোদ রেলমন্ত্রীর স্ত্রী মধু বনসল। বিপদের সময় রেলযাত্রীরা যাতে দ্রুত পুলিসি সহায়তা পান, সে জন্য এই হেল্পলাইন সক্রিয় করা উচিৎ বলে মনে করেন পবন জায়া। পবন বনসলের প্রথম রেল বাজেট পেস করার দিন সকালেই এ কথা জানিয়েছেন রেলমন্ত্রীর স্ত্রী।