Last Updated: Sunday, June 2, 2013, 15:33
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অপহৃত হলেন সিপিআইএম প্রার্থী সজনী সোরেন। গতকালই পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। অভিযোগ, আজ সকালে ওই মহিলা প্রার্থীকে অপহরণ করা হয়। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত সজনী সোরেনের কোনও খোঁজ মেলেনি।