মনোরেল মুম্বই - Latest News on মনোরেল মুম্বই| Breaking News in Bengali on 24ghanta.com
শনিবার মুম্বইয়ে চালু হচ্ছে মনোরেল

শনিবার মুম্বইয়ে চালু হচ্ছে মনোরেল

Last Updated: Thursday, January 30, 2014, 11:25

১ ফেব্রুয়ারি, শনিবার জাপানের পর দ্বিতীয় দেশ হিসাবে ভারতে চালু হতে চলেছে মনোরেল। শনিবার চেম্বুর থেকে ওয়াডালা পর্যন্ত প্রথমবার ছুটবে বিশ্বের দ্বিতীয় মনোরেল। মনোরেলের প্রথম পর্যায়ের এই পরিষেবা সকাল ৭টা থেকে দুপুর ৩ পর্যন্ত চলবে। এক মাস পর থেকে টাইমটেবিল মেনে ছুটবে মনোরেল। চেম্বুর থেকে ওয়াডালা পর্যন্ত প্রায় সাড়ে ২০ কিলোমিটারের পথে চলবে মনোরেল।