Last Updated: Tuesday, September 27, 2011, 13:25
পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হল মহালয়া. মঙ্গলবার সকাল থেকে পিতৃতর্পণ করতে গঙ্গার ঘাটে ভিড় করেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপিরা. তর্পণের জন্য গঙ্গার পাড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল.