Last Updated: Friday, September 28, 2012, 20:18
ফর্মুলা ওয়ান বিশ্ব তোলপাড়। আসলে গতির শ্রেষ্ঠ এই খেলায় কিংবদন্তি মাইকেল শ্যুমাখারের মার্সিডিজ দল থেকে সরে দাঁড়ানোয় ফর্মুলা ওয়ান বিশ্ব তোলপাড়। জল্পনা উঠতে শুরু করেছে আর হয়তো শ্যুমাখারকে ফর্মুলা ওয়ানে খেলতে দেখা যাবে না। ফর্মুলা ওয়ানের সফলতম এই ড্রাইভার ২০১০ সালে ৪১ বছর বয়েসে কামব্যাক করেছিলেন মার্সিডিজ দলের হয়ে।