Last Updated: Thursday, March 13, 2014, 21:14
লোকসভা ভোটের মুখে ছত্তিসগড়ের পর এবার ঝাড়খণ্ডেও নিজেদের উপস্থিতি জানান দিল মাওবাদীরা। পালমৌর চাতরায় মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে জখম হয়েছেন সাত পুলিসকর্মী। আহতদের মধ্যে রয়েছেন পালামৌর এস এস পি। চিকিতসার জন্য আহত পুলিসকর্মীদের হেলিকপ্টারে করে রাঁচি নিয়ে যাওয়া হয়। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।