Last Updated: Wednesday, August 21, 2013, 19:48
জমা জলের ছবি দেখালে কমবে জমির দাম। কর্পোরেশন জল সরানোর উদ্যোগ না নিলেও আপত্তি নেই। কিন্তু ছবি দেখিয়ে প্রচার করা যাবে না। তাই মুকুন্দপুর সংলগ্ন নয়াবাদের ছবি তুলেতে গেলেই বাধা প্রোমোটার সিন্ডিকেটের। চলল হুমকি, শাসানি, অশালীন মন্তব্য।