Last Updated: Friday, May 24, 2013, 15:48
গার্ডেনরিচ কাণ্ডে ফের বিতর্কের মুখে রাজ্য সরকার। আমরা-ওরা অভিযোগ আরও একবার দারুণভাবে উঠে এল। একই ঘটনায় তৃণমূল বরো প্রধান মহম্মদ ইকবাল ওরফে মুন্না জামিন পেলেও, আজ অভিযুক্ত কংগ্রেস নেতা মোক্তারের জামিন হল না। কারণ সরকারের আইনজীবী মোক্তারের জামিনের তীব্র বিরোধিতা করেন। অথচ গতকাল মুন্নার জামিনের আবেদনের বিরোধিতা করেননি সরকারপক্ষের আইনজীবী।