Last Updated: Tuesday, December 24, 2013, 10:28
আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল মেটিয়াব্রুজের বড়তলা এলাকায়। আজ সকাল ছটা নাগাদ হঠাত্ই ওই এলাকার একটি কাপড়ের গুদামে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌছেছে দমকলের দশটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে।