মেট্রোয় আত্মহত্যা - Latest News on মেট্রোয় আত্মহত্যা| Breaking News in Bengali on 24ghanta.com
`সুইসাইড স্পট` মেট্রোয় ফের সুইসাইড, ব্যস্ত সময়ে ফের বন্ধ পরিষেবা, নাকাল নিত্যযাত্রীরা

`সুইসাইড স্পট` মেট্রোয় ফের সুইসাইড, ব্যস্ত সময়ে ফের বন্ধ পরিষেবা, নাকাল নিত্যযাত্রীরা

Last Updated: Wednesday, January 29, 2014, 22:43

অফিস টাইমে আত্মহত্যার জেরে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ রইল মেট্রো চলাচল। সন্ধে ছ-টা পাঁচ নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন বছর তিরিশের এক ব্যক্তি। এর জেরে বন্ধ হয়ে যায় দমদম থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল। চরম দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। রেক সরিয়ে সন্ধে সাতটা দশে লাইন থেকে দেহ উদ্ধার করে পুলিস। মৃত ব্যক্তির পকেট থেকে মিলেছে একটি প্যান কার্ড । মৃতের নাম প্রসেনজিত রায় বলে পুলিস সূত্রে খবর।