মেডিক্লেমের প্রিমিয়া - Latest News on মেডিক্লেমের প্রিমিয়া| Breaking News in Bengali on 24ghanta.com
মেডিক্লেমের প্রিমিয়াম বাড়তে চলেছে!

মেডিক্লেমের প্রিমিয়াম বাড়তে চলেছে!

Last Updated: Sunday, January 20, 2013, 15:47

মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ। সম্ভবত বাড়তে চলেছে মেডিক্লেমের প্রিমিয়াম। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলি মেডিক্লেমের প্রিমিয়াম অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে আইআরডি-কে। আইআরডি দ্রুত ওই প্রস্তাব কার্যকর করবে বলেই জানা যাচ্ছে। ক্রমশ বাড়ছে চিকিত্সার খরচ। তার সঙ্গে পাল্লা দিতে মধ্যবিত্তের একটা ঢাল মেডিক্লেম। তাতে অন্তত চিন্তা কিছুটা কমে।