Last Updated: Saturday, December 22, 2012, 11:06
ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই অপহরণের কিনারা করল পুলিস। বৃহস্পতিবার আরামবাগের কাচড়া গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় বছর আঠারোর যুবক মুজিবুর মণ্ডল। সন্ধেয় মুজিবরের মুক্তিপন বাবদ তিনলক্ষ টাকা দাবি করে হুমকি ফোন করে দুষ্কৃতীরা। সেই ফোনের টাওয়ার লোকেশন দেখেই মুজিবুরকে হাওড়ার জগদীশপুর থেকে উদ্ধার করে পুলিস।