Last Updated: Sunday, January 6, 2013, 12:49
ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের পর ফের নতুন করে বিতর্কে জড়ালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবারে তিনি মন্তব্য করলেন মহিলাদের দায়িত্ব নিয়ে। ইন্দোরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন, "শুধুমাত্র ঘরের কাজ সামলানোই মহিলাদের দায়িত্ব।" সামাজিক বন্ধনের নিয়ম মেনে পুরুষেরই রোজগার করা উচিত বলেও মন্তব্য করেন মোহন ভাগবত। তাঁর মতে, রোজগারের পাশাপাশি পুরুষেরই দায়িত্ব স্ত্রীকে রক্ষা করা। শুক্রবারই ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন আরএসএসের সরসঙ্ঘচালক।