Last Updated: Monday, July 22, 2013, 22:04
রাজনৈতিক হিংসায় আগের তিন দফা নির্বাচনকে ছাপিয়ে গেল চতুর্থ দফার পঞ্চায়েত ভোট। ৪ জেলায় প্রাণ হারালেন ৮ জন। বীরভূমের ময়ূরেশ্বরে ৩ সিপিআইএম কর্মী নিহত হয়েছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। মুর্শিদাবাদেও মারা গিয়েছেন ৩ জন। মালদায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। নদিয়ায় বোমার আঘাতে খুন হন এক সিপিআইএম কর্মী।