Last Updated: Sunday, June 29, 2014, 18:39
যাত্রাকে বাঁচাতে পুজো দিলেন মন্ত্রী। প্রতিবছর রথের দিন থেকে শুরু হয় যাত্রার বায়না। সেই উপলক্ষ্যে আজ বাগবাজারের যাত্রামঞ্চে পুজো দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। একইসঙ্গে যাত্রা দর্পণ নামে একটি বইয়েরও উদ্বোধন করেন তিনি। রবিবার সকাল সকালই বাগবাজারের যাত্রামঞ্চে হাজির মন্ত্রী অরূপ বিশ্বাস।