Last Updated: Thursday, November 21, 2013, 08:58
টালিগঞ্জের বিপিন পাল রোডে বৃদ্ধ খুনের তদন্তভার হাতে নিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। ঘটনার মূল চক্রী বাড়িরই সাফাইকর্মী সোনা দাস ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। খোঁজ চলছে তার শাগরেদের। আজ ধৃত সোনা দাসকে ২৮ তারিখ পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।