রাজা পরভেজ আশরফ - Latest News on রাজা পরভেজ আশরফ| Breaking News in Bengali on 24ghanta.com
দুর্নীতির অভিযোগ হঠাল ন্যাব, স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ হঠাল ন্যাব, স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী

Last Updated: Thursday, January 17, 2013, 13:20

প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার ইস্যুতে সরাসরি দেশের সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতের পথে পাকিস্তান সরকার। সোমবার একটি দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী রাজা পরভেজ আশরফকে গ্রেফতার করার নির্দেশ দেয় পাক সুপ্রিম কোর্ট। গতকালের মধ্যে প্রধানমন্ত্রীকে কোর্টে হাজির করার নির্দেশও দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু রাজা পরভেজ আশরফকে গ্রেফতার করা হয়নি।