রাজ্যবাসী - Latest News on রাজ্যবাসী| Breaking News in Bengali on 24ghanta.com
বেড়েই চলেছে বাজারদর

বেড়েই চলেছে বাজারদর

Last Updated: Saturday, November 5, 2011, 20:33

একদিকে জ্বালানির দাম বৃদ্ধি। অন্যদিকে ক্রমশ উর্ধমূখী বাজারদর। দুইয়ের যাঁতাকলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ক্রমশঃ বাজার করতে গিয়ে চাহিদা-যোগানের ঘাত-প্রতিঘাতে অসহায় হয়ে পড়ছে আমজনতা। বারো মাসে এগারোবার বেড়েছে জ্বালানীর দাম।