Last Updated: Friday, August 3, 2012, 19:46
পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আশাবাদী ইনফোসিসের কর্তা এন আর নারায়ণমূর্তি। তিনি নিজেই শুক্রবার কলকাতায় এ কথা জানিয়েছেন। সরকার সেজের অনুমতি না দেওয়ায় রাজ্যে ইনফোসিস থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সংশয়ের বাতাবরণের মধ্যেই আজ নারায়ণমূর্তি ইঙ্গিত দিলেন, এখনই আশা হারাচ্ছেন না তিনি।